ACRO Win Kokorozashi

বাংলাদেশ হতে দক্ষ মানবসম্পদ জাপানের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্রেরণের জন্য অ্যাক্রো ট্রেনিং সেন্টার (ACRO Training Center) এবং উইন কোকোরোজাসি লিমিটেড (Win-Kokorozashi Japan Limited) এর মধ্যে চুক্তিপত্র।

প্রতিষ্ঠানের পরিচিতিঃ
উইন কোকোরোজাসি লিমিটেড জাপানের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যারা দক্ষ ও প্রশিক্ষিত ব্যক্তিদের জাপানে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে।

অ্যাক্রো ট্রেনিং সেন্টার (ACRO Training Center) বাংলাদেশের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ হতে অনুমোদিত ও দিকনির্দেশনায় পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্র, যারা বাংলাদেশ সরকারের নেয়া স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনাকে বাস্তবায়ন করতে, আধুনিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মহীন জনগোষ্ঠীকে দক্ষ ও  মানসম্পন্ন মানবসম্পদে রূপান্তর করতে কাজ করছে।

১৬ এপ্রিল ২০২৫, অ্যাক্রোর সভা কক্ষে উইন কোকোরোজাসি লিমিটেড এর মহামান্য চেয়ারম্যান Mr. Kuniaki Okabayashi এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ মাসুদুর রহমানের উপস্থিতিতে ও অ্যাক্রোর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরিফুল ইসলাম ও সভাপতি জনাব আক্তার জামিল আহমেদ এর উপস্থিতিতে চুক্তিপত্র সম্পন্ন করা হয়েছে।

‘অ্যাক্রো- উইন কোকোরোজাসি’ নামক এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য, ২০২৬ সালের মধ্যে জাপানে ১৫০০ ব্যক্তির কর্মসংস্থান নিশ্চিতকরনে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা গ্রহন করা। 

জাপান সরকারের প্রয়োজন অনুযায়ী কেয়ারগিভার, নার্স, কৃষি ও কনস্ট্রাকশন কাজের উপর প্রশিক্ষণ প্রদান করে জাপানে কাজের উপযুক্ত করে তৈরি করা হবে। 

জাপানে কর্মক্ষেত্রে ব্যবহৃত ভাষা হিসেবে জাপানিজ ভাষা জানা অত্যাবশ্যক, এক্ষেত্রে জেএলপিটি সার্টিফাইড কারিকুলামে N4/N5 ভাষা শিক্ষা প্রদান করানো হবে।

দক্ষ ও প্রশিক্ষিত ব্যক্তিদের জাপানের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী চাকরির সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।

প্রশিক্ষণ পরিকল্পনা, আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত, এম্বাসিতে প্রেরণ ও ভিসা নিশ্চিত হতে সহায়তা প্রদান সহ আর্থিক সুবিধা প্রদানের ব্যাপারে একটি পরিকল্পিত কাঠামো অনুযায়ী কাজ সম্পন্ন করা হবে।

আগ্রহী ব্যক্তিরা সিভি পাঠিয়ে যোগাযোগ করুন।